বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেছেন,“ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ না করলে সামনে আরও কঠিন সময় আসবে। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে প্রতিপক্ষ সুযোগ নেবে। তাই এখন ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি জানান, দলের প্রয়োজনে ত্যাগ স্বীকার করতে হবে, কারণ বিএনপি তাঁর মায়ের মতো প্রিয় এ দলই তাঁর ঠিকানা। তাঁর এই আবেগঘন বক্তব্যে উপস্থিত অনেক নেতা আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ বলেন, মনোনয়ন না পেলেও দলের জন্য কাজ করে যাব, কোনো আফসোস থাকবে না।
সভায় উপস্থিত নেতাদের জানানো হয়, আগামী এক সপ্তাহের মধ্যে ২০০–২৫০ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তারেক রহমান স্পষ্ট করে বলেন, এক আসনে একজনকেই মনোনয়ন দেওয়া হবে। যারা মনোনয়ন পাবেন না, তাদেরও দল পুরস্কৃত করবে।
তিনি আরও নির্দেশনা দেন, মনোনয়ন পাওয়ার পর কোনো আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা ফুল দেওয়ার আয়োজন করা যাবে না। এগুলো করলে দলের ঐক্য বিনষ্ট হবে। তাঁর বক্তব্যে দলের ভেতর ঐক্য, শৃঙ্খলা ও মনোনীত প্রার্থীর প্রতি আনুগত্য বজায় রাখার আহ্বান উঠে আসে।
সভায় উপস্থিত মনোনয়নপ্রত্যাশী নেতারা জানান, তারেক রহমান নির্বাচনের সামনে চলমান ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ধানের শীষের পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। বিকেল থেকে শুরু হওয়া এ বৈঠকে সিলেট বিভাগের ৬৬, খুলনার ৭০, রাজশাহীর ১০০ ও বরিশালের ৭০ মনোনয়নপ্রত্যাশী অংশ নেন।
সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, সভায় বলা হয়েছে, দল একজনকেই মনোনয়ন দেবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক বলেন, তারেক রহমান নেতাদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মাহবুবুর রহমান বলেন, দল ত্যাগী ও পরিশ্রমী নেতাদেরই মনোনয়ন দেবে। আমি নির্বাচিত হলে এ আসনটি তারেক রহমানকে উপহার দেব।
রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেন, মনোনয়ন যেই পাক না কেন, ধানের শীষকে জয়ী করতে হবে। বরিশাল-৫ আসনের প্রার্থী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, তারেক রহমান দেশ ও দলের স্বার্থে ঐক্য ধরে রাখার নির্দেশ দিয়েছেন। সবাইকে নিয়ে কাজ করতে হবে।