রাজনীতি

উপদেষ্টা পরিষদ গঠনে সার্চ কমিটি গড়ল এনসিপি

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শনিবার, ১৭ মে, ২০২৫
উপদেষ্টা পরিষদ গঠনে সার্চ কমিটি গড়ল এনসিপি
 জুলাইয়ের গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দ্বারা গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় উপদেষ্টা পরিষদ গঠনের জন্য ১২ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের অনুমোদনে গঠিত এই কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। 

কমিটির অন্যান্য সদস্যরাও দলের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতা। দলটি চায় দেশের বিভিন্ন অঙ্গনের অভিজ্ঞ শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবীদের সম্পৃক্ত করতে, যাতে তরুণ নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে রাজনৈতিকভাবে আরও কার্যকর ভূমিকা পালন করা যায়। কমিটির দুই সদস্য জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যেই উপদেষ্টা পরিষদ চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।