রাজনীতি

ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে আন্দোলন তুঙ্গে, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শনিবার, ১৭ মে, ২০২৫
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে আন্দোলন তুঙ্গে, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব বুঝে না পাওয়ার ইস্যুতে আজ শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করবেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। এর আগেই তার সমর্থকদের ব্যানারে 'ঢাকাবাসী' প্ল্যাটফর্ম নগর ভবনের সব ফটকে তালা লাগিয়ে করপোরেশনের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট থাকার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না—যা ‘জনগণের সঙ্গে বেঈমানি’। গণমাধ্যমে প্রেরিত এক ক্ষুদেবার্তায় জানানো হয়েছে, চলমান সংকট ও মেয়র পদে শপথ নিয়ে ইশরাক সন্ধ্যায় বক্তব্য রাখবেন।
এদিকে গুলিস্তান থেকে সচিবালয় পর্যন্ত লংমার্চে পুলিশের বাধায় সাময়িক থেমে গেলেও বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে ফিরে এসে আন্দোলন জোরদার করেন। বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ।
 জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই—এই স্লোগানে মুখর ছিল গোটা এলাকা।
ইতিমধ্যে নগর ভবনের ৬৫টি তালা লাগিয়ে দেওয়া হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। এমনকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও ভবনে ঢুকতে পারছেন না।
ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ২৭ মার্চ আদালতের রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে। যদিও কিছু প্রশাসনিক দ্বিধা ও আইনি ব্যাখ্যা নিয়ে জটিলতা তৈরি হয়। বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয় আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে, তবে এখনও শপথের দিন নির্ধারণ হয়নি।