রাজনীতি

আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত: আপিল বিভাগের নির্দেশ

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

সোমবার, ১৯ মে, ২০২৫
আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত: আপিল বিভাগের নির্দেশ
 ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এই গুরুত্বপূর্ণ আদেশ দেওয়া হয়। উচ্চ আদালতের এই সিদ্ধান্ত বিচারব্যবস্থার স্বচ্ছতা ও রাজনৈতিক সংবেদনশীলতার নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। 
বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।

গত ২৯ এপ্রিল সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন ৫ মে পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ওই আদেশ দেন।