আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, তিনটি দলকে নিবন্ধনের জন্য নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তবে তাদের বিষয়ে কোনো দাবি-আপত্তি থাকলে তা যাচাই-বাছাইয়ের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামীকাল থেকেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং আগামী ১২ নভেম্বর পর্যন্ত যে কেউ এসব দলের নিবন্ধন নিয়ে আপত্তি জানাতে পারবেন।
তিনি আরও বলেন, দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্তভাবে নিবন্ধনের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি। নতুন এই তিনটি দল নিবন্ধন পেলে মোট সংখ্যা দাঁড়াবে ৪৭টি।