রাজনীতি

মনোনয়ন না পেলে দলের আস্থার আহ্বান: যুবদল নেতা নয়নের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
মনোনয়ন না পেলে দলের আস্থার আহ্বান: যুবদল নেতা নয়নের
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও দলের প্রতি আস্থা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

সম্প্রতি মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করেন।
মনোনয়ন না পেলেও নয়ন বিষয়টি মেনে নিয়ে দলের প্রতি পূর্ণ আস্থা রাখছেন। 

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী, মাগুরা-২ সংসদীয় আসনে বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দকে সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে ধানের শীষের ক্ষতি করবেন না, কারণ ধানের শীষই আমাদের অস্তিত্ব।

রবিউল ইসলাম নয়ন সাম্প্রতিক বছরগুলোতে মাগুরা জেলার সংগঠন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে একজন জনপ্রিয় তরুণ নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।

মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আক্কাস শেখের ছেলে নয়ন, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ৪৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব পদে উন্নীত হন।

বিগত সরকারের আমলে পুলিশি নির্যাতনের শিকার হওয়া নয়ন তার সাহসী নেতৃত্ব, সংগঠনের প্রতি নিষ্ঠা ও ত্যাগের মনোভাবের কারণে দলের অভ্যন্তরে পরিচিত মুখ হিসেবে সুনাম অর্জন করেছেন।