প্রচণ্ড দাবদাহেও থেমে থাকেনি তারুণ্যের জোয়ার। খুলনায় বিএনপির ডাকা ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে উপকূলীয় গরম উপেক্ষা করে হাজার হাজার নেতা-কর্মী, বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সার্কিট হাউস ময়দান পরিণত হয় বিশাল এক জনসমুদ্রে, যেখানে জাতীয় পতাকা, দলীয় ব্যানার, পোস্টার আর প্ল্যাকার্ডে ছেয়ে যায় চারদিক।
এই সমাবেশ বিএনপির মাসব্যাপী দেশব্যাপী কর্মসূচির অংশ, যার উদ্দেশ্য তরুণদের রাজনৈতিক চিন্তা, নেতৃত্ব ও অংশগ্রহণে সম্পৃক্ত করা। এর আগে চট্টগ্রামে আয়োজনের পর এবার খুলনা ও বরিশাল বিভাগের ১৯টি সাংগঠনিক জেলা একত্র হয়ে এই জনসমাগম ঘটায়।
খুলনা প্রেসক্লাবে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে সেমিনার দিয়ে কর্মসূচির সূচনা হয়, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলের মূল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
নগরের বিভিন্ন মোড়, সড়ক এবং পাড়া-মহল্লা থেকে মিছিল করে হাজারো মানুষ এসে হাজির হন। সমাবেশস্থলে ছিল মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছাসেবক টিম এবং প্রচুর পানীয় জল সরবরাহের ব্যবস্থা। গরমের মধ্যেও মানুষের যে ঢল, তা প্রমাণ করে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ কতটা জরুরি এবং উজ্জ্বল সম্ভাবনাময়।
বিএনপির নেতারা বলছেন, এই কর্মসূচি শুধু রাজনৈতিক শোডাউন নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি প্ল্যাটফর্ম যেখানে তারুণ্যের মেধা, স্বপ্ন এবং রাষ্ট্র নিয়ে ভাবনার বাস্তব প্রতিফলন ঘটবে।