রাজনীতি

দেশে বড় কোনো সংকট তৈরি না হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
দেশে বড় কোনো সংকট তৈরি না হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী
বিএনপি দেশে বড় কোনো রাজনৈতিক বা জাতীয় সংকট সৃষ্টি না হলে সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, বড় ধরনের কোনো বিপর্যয়কর অবস্থা তৈরি না হলে রমজানের আগেই যে নির্বাচনের কথা সরকার বলেছে, বিএনপি সেই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়া জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, তারেক রহমান জনমানুষের নেতা। তার মায়ের অসুস্থতাকে সামনে রেখে তিনি উপযুক্ত সময়ে নিজের সিদ্ধান্তেই দেশে ফিরবেন। এটি তাদের পারিবারিক বিষয়।
এসময় দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধের বিষয়ে তিনি বলেন, নির্বাচন শুরু হলে সবাই ধানের শীষের বিজয়ের জন্যই কাজ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুড়িগ্রামের কয়েকটি এতিমখানায় দোয়া অনুষ্ঠিত হয় এবং দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।