রাজনীতি

১৬ বছরে বাংলাদেশ ছিল ভারতের কলোনি, জুলাই বিপ্লব দেশকে মুক্ত করেছে: সাদিক কায়েম

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
১৬ বছরে বাংলাদেশ ছিল ভারতের কলোনি, জুলাই বিপ্লব দেশকে মুক্ত করেছে: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম শুক্রবার (৫ ডিসেম্বর) সুনামগঞ্জের ছাতক পৌর শহরে ছাত্র নাগরিক সমাবেশ শেষে সাংবাদিকদের বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ ভারতের সাপ্লাই কলোনির মতো পরিচালিত হয়েছে। ভারত আমাদের অর্থনীতি শোষণ করেছে, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে রাজনৈতিকভাবে আমাদের গোলাম বানিয়ে রেখেছিল।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত। তবে ভারতের আধিপত্যবাদী রাজনীতিকে ছাত্র-জনতা দেশে বিতাড়িত করেছে। ফ্যাসিবাদ নির্মূল হয়েছে এবং দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি জন্ম নেবে না।

সাদিক কায়েম জুলাই বিপ্লবের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, জুলাই বিপ্লবে দেশের তরুণ, ছাত্ররা ফ্যাসিবাদ, অন্যায় এবং মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। এতে ২ হাজার মানুষ শহীদ হয়েছেন, বহু আহত হয়েছেন। আমাদের অর্জন হলো নতুন, ইনসাফভিত্তিক বাংলাদেশ। যেখানে সন্ত্রাস, মাফিয়া, চাঁদাবাজি ও টেন্ডারবাজি থাকবে না, এবং সাম্প্রদায়িক সম্প্রতি বজায় থাকবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক দায়িত্ব হলো জাতীয় নির্বাচনে সঠিক নেতৃত্বকে বেছে নেওয়া, যারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবে।

সমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেন এবং ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী। আবু সাদিক কায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সমাবেশে উপস্থিত সবাইকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করতে অনুরোধ করেন।