রাজনীতি

খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসছেন: জাহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসছেন: জাহিদ হোসেন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য আজ মঙ্গলবার যুক্তরাজ্য থেকে এক বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসবেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান জাহিদ হোসেন। খালেদা জিয়া ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহিদ হোসেন বলেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া; অথবা বলা যায়, তিনি চিকিৎসা মেনটেইন করতে পারছেন। তিনি আরও জানান, চিকিৎসার বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

ব্যক্তিগত চিকিৎসক বলেন, বিএনপির পক্ষ থেকে বিদেশে নেওয়ার প্রস্তুতি রয়েছে, তবে মেডিকেল বোর্ডের সুপারিশ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসবেন, তিনি খালেদা জিয়াকে দেখবেন। যদি তিনি ট্রান্সফারেবল হন এবং প্রয়োজন মনে করা হয়, তখন তাঁকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।

এ সময় জাহিদ হোসেন জানান, বহু রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন। তিনি দেশবাসীকে গুজবে কান না দিয়ে সংযম ধরে রাখার আহ্বান জানান।

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।