রাজনীতি

খালেদা জিয়াকে আজ মধ্যরাত বা ভোরে লন্ডনে নেওয়ার পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়াকে আজ মধ্যরাত বা ভোরে লন্ডনে নেওয়ার পরিকল্পনা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-কে বিদেশে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে। সবকিছু অনুকূলে থাকলে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতের পর অথবা আগামীকাল (শুক্রবার) ভোরে তিনি লন্ডনে যাওয়ার পথে হবেন।

চিকিৎসা-কর্মকর্তারা জানিয়েছেন, কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে লন্ডনে নেওয়া হবে। বিমানযাত্রার জন্য সব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভ্রমণের সময় সঙ্গে থাকবেন বিদেশি দুই বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন অ্যেরোনটিক্যাল ফিজিশিয়ান, যাতে কোনো প্রতিকূলতা হলে জরুরি চিকিৎসা দেওয়া যায়।

ঢাকায় –এভারকেয়ার হাসপাতালে থাকা খালেদা জিয়ার চিকিৎসা দেখছে একটি মেডিকেল বোর্ড, যেটাতে দেশি-বিদেশি চিকিৎসকরা যুক্ত। বোর্ড বিশেষজ্ঞদের সঙ্গে ভার্চুয়ালও একাধিকবার আলোচনা করেছে। তাঁদের পরামর্শ অনুযায়ী, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানান, ফুসফুসের সংক্রমণ থেকে উপশমের কিছু লক্ষণ দেখা দিতে শুরু করেছে। তবে হৃদযন্ত্র ও অন্যান্য রোগ এখনও জটিল। মেডিকেল বোর্ড এবং পরিবার উভয়নেই স্পষ্ট: রোগীর সুরক্ষা ও উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করেই সিদ্ধান্ত হবে।

এক চিকিৎসক বলেছেন, আল্লাহর অশেষ রহমতে উনি (খালেদা জিয়া) আবার আমাদের মাঝে ফেরত আসবেন। তিনি যোগ করেছেন, সব ধরনের ঝুঁকি ও প্রতিকূলতা বিবেচনায় রেখে পরিকল্পনা নেওয়া হয়েছে।

১২ দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার কারণে দেশজুড়ে উদ্বেগ ও দোয়ার প্রার্থনা চলছে। আজকের এই সিদ্ধান্ত অনেকের জন্যই আশা ও উত্তেজনার কারণ।

যদি সব কিছু ঠিকঠাক হয়, তাহলে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে শীঘ্রই লন্ডনের নির্ধারিত একটি হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে।