বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি এবং বিদেশ নেওয়ার প্রস্তুতি ঘিরে এই আগমন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পারিবারিক ও দলীয় সূত্র জানায়, দেশে পৌঁছে ডা. জুবাইদা প্রথমে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন এবং খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক মূল্যায়ন করবেন। এরপর বিদেশে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন থাকলে এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমেই খালেদা জিয়াকে নেওয়া হবে।
গত ২৩ নভেম্বর ফুসফুসে গুরুতর সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিডনি ও শ্বাস-প্রশ্বাস জনিত নতুন জটিলতা দেখা দিলে তাঁর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে লিভার, হার্ট ও কিডনির পুরোনো সমস্যায় ভুগছিলেন তিনি।
খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাজ্য ও চীন থেকে চিকিৎসক এসে একটি বিস্তৃত মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন। আন্তর্জাতিক এই বিশেষজ্ঞ দল তাঁর চিকিৎসা ও বিদেশযাত্রা সংক্রান্ত সবকিছু মূল্যায়ন করছে।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর অবস্থা স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে বর্তমান অবস্থায় দীর্ঘ ফ্লাইটের ঝুঁকি রয়েছে কি না-সে সিদ্ধান্ত মেডিকেল বোর্ডই নেবে। পরিবারের সদস্যরাও চিকিৎসকদের পরামর্শকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
এরই মধ্যে রাজনৈতিক মহলে এবং সাধারণ জনগণের মাঝেও খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও শুভকামনার ধারাবাহিকতা দেখা যাচ্ছে। হাসপাতাল এলাকাতেও নানা সময় নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
সবশেষ সিদ্ধান্ত নির্ভর করছে চিকিৎসা পরিস্থিতির আরও অগ্রগতির ওপর। তবে প্রস্তুতি-সব দিক থেকেই প্রায় সম্পূর্ণ।