রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়ায় জেলা বিএনপি নফল রোজার পর দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়ায় জেলা বিএনপি নফল রোজার পর দোয়া মাহফিল
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপি দলের চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে কুষ্টিয়া জেলা বিএনপি।

 বৃহস্পতিবার বাদ মাগরিব কুষ্টিয়া বিএনপি পার্টি অফিসের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শুরুতে কোরআন তিলাওয়াতের পর বিশেষ মোনাজাতে বেগম জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জনগণের মঙ্গল কামনা করা হয়।

 অনেক নেতাকর্মী নফল রোজা রেখে মাহফিলে যোগ দেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন- বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা দেশের লাখো মানুষের প্রত্যাশা।

ইফতারের আগে ও পরে তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় ঐক্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষে সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। জেলা বিএনপি নেতারা জানান, নেত্রীর সুস্থতা ও দেশের কল্যাণ কামনায় দেশব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে।