রাজনীতি

এনসিপিসহ তিন দল নিয়ে নতুন রাজনৈতিক মঞ্চ ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
এনসিপিসহ তিন দল নিয়ে নতুন রাজনৈতিক মঞ্চ ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনটি রাজনৈতিক দল নতুন একটি জোট গঠনের ঘোষণা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি মিলে নতুন জোটের নাম দেওয়া হয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।

রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এই জোট কাজ করবে।

নাহিদ ইসলাম বলেন, ২৪ সালের অভ্যুত্থানের পর দেড় বছরে বহু হতাশার মুখোমুখি হয়েছি। ঐকমত্য কমিশনে বিভিন্ন শক্তি সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই আজ আমরা সংস্কারের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য চলমান থাকবে।

তিনি জানান, জোটটি কেবল নির্বাচনী জোট নয়, রাজনৈতিকভাবেও একসঙ্গে মাঠে থাকবে।

 তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আরও বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে। আগামী নির্বাচনে আমরা একসঙ্গে, এক মার্কায় লড়ব।

এসময় তিনি সতর্ক করে বলেন, গায়ের জোরে বা ধর্মের দোহাই দিয়ে কেউ নির্বাচনে জিততে পারবে না। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন,  অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, তরুণদের আশা আঘাতপ্রাপ্ত হয়েছে। সেই হতাশা কাটাতেই তিন দল নতুন পথচলা শুরু করল।

তিনি আরও বলেন, পুরনো রাজনীতি ফ্যাসিবাদকে সরাতে পারেনি। নতুন নেতৃত্ব চ্যালেঞ্জ করেছিল বলেই পরিবর্তন এসেছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, তিন দল দিয়েই যাত্রা শুরু করছি, কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষা এই তিন দলের মধ্যেই সীমাবদ্ধ নয়। সংস্কারের স্বপ্ন বাস্তবায়িত না হলে অভ্যুত্থানের সাফল্য টিকবে না।

সংবাদ সম্মেলনে তিন দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।