রাজনীতি

খালেদা জিয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠাচ্ছে কাতার সরকার।

শুক্রবার সন্ধ্যায় ঢাকায় কাতার দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান জানান, কাতারের আমিরের নির্দেশে জার্মানিভিত্তিক এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পাঠানো হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসক এবং বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় করে এয়ার অ্যাম্বুলেন্সের আগমন ও পরবর্তী যাত্রার সময়সূচি নির্ধারণ হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণজনিত জটিলতায় আগের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো সম্ভব না হওয়ায়, বিকল্প হিসেবে ভাড়া করা নতুন এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ঢাকায় থেকে লন্ডনে যাওয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সে খুব সীমিত সংখ্যক সঙ্গী থাকতে পারবেন। বিএনপি প্রাথমিকভাবে ১৮ জনের নাম প্রস্তাব করলেও অগ্রাধিকার অনুযায়ী কয়েকজনই তাঁর সঙ্গে যাবেন। বাকিরা বাণিজ্যিক ফ্লাইটে লন্ডনে পৌঁছাবেন।

প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। চিকিৎসকদের বরাতে বিএনপি নেতারা তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। তখন কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই তাঁকে লন্ডনে নেওয়া হয়।