রাজনীতি

‘১৯৭১’ স্মরণ: তারেক রহমান বললেন — কিছু গোষ্ঠীকে দেখে না, ইতিহাসকে দেখুন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
‘১৯৭১’ স্মরণ: তারেক রহমান বললেন — কিছু গোষ্ঠীকে দেখে না, ইতিহাসকে দেখুন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন যারা বলছেন ‘অমুককে দেখুন’ তাদের দেশবাসী ১৯৭১ সালেই দেখেছে। তখন কীভাবে তারা নিজস্ব স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তা ইতিহাসের অংশ।

আজ রোববার বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ছাত্র সংগঠনের বিভিন্ন জেলার নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায় একে দেখলাম, তাকে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলা হচ্ছে, দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। তারা কাদের স্বার্থে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তা ভুলে গেলে চলবে না।

তিনি আরও বলেন, লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যা করাই নয়, তাদের সহকর্মীরা কীভাবে মা–বোনদের ইজ্জত লুট করেছিল, সেটিও আমাদের স্মরণে রাখতে হবে।

কোনো দলের নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্যের লক্ষ্য জামায়াতে ইসলামীর দিকেই ছিল বলে ধারণা করা হয়।

তারেক রহমান বলেন, কিছু ব্যক্তি দেশ–দুনিয়া, বেহেশত–দোজখের টিকিট বিক্রি করছেনএটিকে তিনি শিরকের সঙ্গে তুলনা করেন।

 তিনি বলেন, এগুলো আল্লাহর এখতিয়ার। সেখানে মানুষ কিছু বলতে চাইলে সেটা শিরকের পর্যায়ে পড়ে। যারা এসব কথা বিশ্বাস করবে তারাও শিরকে জড়িয়ে যাবে।’
ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে এসব বিষয় মানুষকে বুঝিয়ে বলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (উদ্বোধনীতে), চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে।