রাজনীতি

ইশরাককে মেয়রের দায়িত্ব না দিলে আন্দোলন চলবে: নগর ভবনে ষষ্ঠ দিনের অবরোধ

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার, ২০ মে, ২০২৫
ইশরাককে মেয়রের দায়িত্ব না দিলে আন্দোলন চলবে: নগর ভবনে ষষ্ঠ দিনের অবরোধ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে তার সমর্থকরা। টানা ষষ্ঠ দিনের মতো আজ মঙ্গলবার সকাল থেকে নগর ভবন ও গোলাপ শাহ মাজার এলাকায় বিক্ষোভ চলছে। প্রধান ফটকে মঞ্চ তৈরি করে আন্দোলনকারীরা নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ রাস্তা ব্লক করে রেখেছে।
আন্দোলনকারীরা স্লোগানে মুখর করে তুলেছে নগর ভবনের আশপাশ এলাকা। তারা বলছে, গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও এখনো শপথের ব্যবস্থা নেয়নি সরকার। হারুনুর রশিদসহ আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আজকের মধ্যেই শপথ না হলে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিও উঠেছে বিক্ষোভ থেকে।
প্রসঙ্গত, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে গত ২৭ মার্চ বিএনপি নেতা ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে। কিন্তু শপথ না নেওয়ায় শুরু হয় এই আন্দোলন।