গাজার দক্ষিণাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। বুধবার, ১১ সেপ্টেম্বর, ভোর রাতে ইসরায়েলি বিমান বাহিনীর ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটি রাফাহতে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। ইসরায়েলি সেনাবাহিনী এটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে এবং জানিয়েছে, হেলিকপ্টারটিতে শত্রুদের কোনো আঘাতের প্রমাণ পাওয়া যায়নি। নিহত দুই সেনা সার্জেন্ট মেজর ড্যানিয়েল আলৌশ ও সার্জেন্ট মেজর টম ইশ-শালোম ছিলেন, যারা বিমানবাহিনীর অভিজাত ইউনিট ৬৬৯-এ কর্মরত ছিলেন।
এই হেলিকপ্টারটি একটি সামরিক প্রকৌশলীকে উদ্ধার করার মিশনে ছিল, তবে অবতরণের ঠিক আগ মুহূর্তে বিধ্বস্ত হয়। আহত সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।