মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস প্রদান ও ব্যবসায়িক নথি জালিয়াতির মামলায় অব্যাহতি পাচ্ছেন না। নিউ ইয়র্কের একটি প্রাদেশিক আদালতের বিচারক সোমবার ট্রাম্পের আইনজীবীদের মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দেন।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্কের বিষয়টি প্রকাশ না করার জন্য তাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুস দেন। পরবর্তীতে জালিয়াতির মাধ্যমে ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখা হয়। এই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয় এবং আদালতে তাকে সবকটিতেই দোষী সাব্যস্ত করা হয়। যদিও তিনি বারবার এই অভিযোগ অস্বীকার করেছেন।
ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, সুপ্রিমকোর্টের সাম্প্রতিক আদেশ অনুযায়ী প্রেসিডেন্ট থাকাকালীন তার প্রাতিষ্ঠানিক কাজের জন্য দায়মুক্তি প্রাপ্য। তবে বিচারক হুয়ান মার্চান ৪১ পাতার রায়ে জানান, ট্রাম্প সন্দেহাতীতভাবে ব্যক্তিগত কারণে ব্যবসায়িক নথি জালিয়াতির সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই এই মামলার বিচার তার কার্যনির্বাহী কর্তৃত্বের ওপর কোনো হুমকি তৈরি করবে না।
এ রায়ের পরপরই ট্রাম্পের আইনজীবীদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে গত ১১ জুলাই আদালত সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন। কিন্তু ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ায় বিচারক সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন।
২০১৭ সালে ট্রাম্প প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই এই বিতর্কের সূত্রপাত হয়। এটি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় তার ইমেজকে বড় ধরনের ধাক্কা দিয়েছিল। তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন।
ট্রাম্পের বিরুদ্ধে চলমান এই মামলা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি করেছে। আদালতের সাম্প্রতিক সিদ্ধান্ত তাকে নতুনভাবে চাপের মুখে ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।