কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত তার চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর ধারাবাহিকতায়, ২৪ এপ্রিল বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় সিদ্ধান্তের ঘোষণা আসে। পরদিনই, বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়—সব ধরনের পাকিস্তানি ভিসা অবিলম্বে স্থগিত করা হয়েছে।
নতুন ঘোষণায় বলা হয়, পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব বৈধ ভারতীয় ভিসা ২৭ এপ্রিল (রোববার) থেকে বাতিল বলে গণ্য হবে। মেডিকেল ভিসাগুলোর মেয়াদ ২৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলেও, এর পরে কোনও পাকিস্তানি নাগরিক ভারতে অবস্থান করতে পারবেন না। যারা বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের ৭২ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে।
ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম NDTV জানায়, ভিসা বাতিলের ফলে পাকিস্তানি নাগরিকরা আর ভারতের জন্য কোনো নতুন ভিসা বা ট্রাভেল ডকুমেন্টস পাবে না। সব ধরনের ট্যুরিস্ট, বিজনেস, স্টুডেন্ট এমনকি মেডিকেল ভিসাও এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে।
এটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সর্বশেষ এবং সবচেয়ে কঠোর কূটনৈতিক পদক্ষেপগুলোর একটি, যা স্পষ্টভাবে দেশটির নিরাপত্তা ইস্যুতে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিফলন ঘটায়।