আন্তর্জাতিক

ঢাকার সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে”: ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আবেগঘন বার্তা

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
ঢাকার সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে”: ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আবেগঘন বার্তা
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ‘ঢাকার ১২ এপ্রিলের “মার্চ ফর গাজা” সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে।’ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, “ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে বিশ্বকে অবাক করে চলেছে। এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিদের স্বাধীনতার সংগ্রামে প্রতিধ্বনিত হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে যে শক্তি, উৎসাহ ও নৈতিক সমর্থন দিয়েছে, তা এক অনন্য দৃষ্টান্ত। “আজ বাংলাদেশিদের মতো মহান জাতি খুঁজে পাওয়া বিরল,” বলেন রাষ্ট্রদূত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্য প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বিশাল কর্মসূচি। লাল-সবুজের সাথে ফিলিস্তিনের পতাকা মিলেমিশে এক অসাধারণ চিত্র তৈরি করে। শিক্ষার্থী, ইমাম, শিল্পীসহ হাজার হাজার মানুষ একত্র হয়ে স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে কণ্ঠ মিলিয়েছেন।
রাষ্ট্রদূত বলেন, “আমরা গাজা থেকে পশ্চিম তীর পর্যন্ত, বাংলাদেশের এই সংহতি গভীরভাবে অনুভব করি।” তিনি আরও বলেন, “আপনারা কেবল সমর্থক নন, ফিলিস্তিনিদের আশা, মর্যাদা ও সংগ্রামে ভাই ও বোন।”
ফিলিস্তিন-বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক রাষ্ট্রদূতের বার্তার শেষাংশে তিনি বাংলাদেশের জন্য প্রার্থনা করেন—নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নতির জন্য। এবং বলেন, “ন্যায়বিচারের জন্য আমাদের যৌথ সংগ্রাম দীর্ঘজীবী হোক।”