আন্তর্জাতিক

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্যযুদ্ধের উত্তেজনা কমাতে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক আলাপে তিনি বলেন, চীনা পণ্যের ওপর আরোপ করা শুল্ক তিনি কমাতে চান, কারণ উচ্চহারে শুল্ক আরোপে ভোক্তারা কেনাকাটা করতে পারবে না।
এর আগে যুক্তরাষ্ট্র ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে, যার পাল্টা জবাবে চীনও ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। ট্রাম্প বলেন, বেইজিং একাধিকবার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে যোগাযোগ করেছে এবং তিনি আশাবাদী, একটি “খুব ভালো” চুক্তি হতে যাচ্ছে।
বিশ্ববাজারের অস্থিরতার মধ্যে ট্রাম্পের এই শুল্ক হ্রাসের ইঙ্গিত ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য স্বস্তির খবর বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। যদিও আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ আলোচনায় যুক্ত ছিলেন কিনা তা-ও নিশ্চিত নয়।
বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।