খেলা

রিয়ালে গরম বেঞ্চে বসে ঠান্ডা ব্রাজিলিয়ানরা! মাঠে নয়, আলোচনায় এবার তাদের ‘বেঞ্চ-নৈপুণ্য’

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
রিয়ালে গরম বেঞ্চে বসে ঠান্ডা ব্রাজিলিয়ানরা! মাঠে নয়, আলোচনায় এবার তাদের ‘বেঞ্চ-নৈপুণ্য’
কাতার বিশ্বকাপের সেই ‘বেঞ্চ-গরম’ দৃশ্য যেন ফিরে এসেছে নতুন করে। তবে এবার সেটা জাতীয় দলের জার্সিতে নয়, বরং ক্লাব পর্যায়ে, আর সেটিও ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদের বেঞ্চে!

“বন্যেরা বনেই সুন্দর, আর ব্রাজিলিয়ানরা রিয়ালের বেঞ্চেই?” — সাম্প্রতিক পরিস্থিতি দেখে এমন কথাই বলছেন অনেক ফুটবল বিশ্লেষক। কারণ, রিয়ালের স্কোয়াডে থাকা ৪ ব্রাজিলিয়ানের মধ্যে শুধু ভিনিসিয়াস জুনিয়র বাদে বাকি সবাই যেন স্থায়ী বাসিন্দা হয়ে উঠেছেন বেঞ্চের। আর তাদের গল্প যেন দিনকে দিন হয়ে উঠছে আরও হতাশাজনক।

নতুন পেলে নয়, এখন ‘বেঞ্চের রাজপুত্র’ এনড্রিক!
‘নতুন পেলে’ নামে পরিচিত এনড্রিক রিয়ালে এসেছেন ঘূর্ণিঝড়ের মতো প্রত্যাশা নিয়ে। কিন্তু ৮৩৭ মিনিট খেলার পর সেই ঝড় যেন রূপ নিয়েছে নিস্তরঙ্গ এক বিকেলে। বয়স মাত্র ১৮, ইনজুরি পিছু ছাড়েনি, তবুও মৌসুমে ৬৫টিরও বেশি ম্যাচ খেলা দলে এনড্রিককে দেখা গেছে হাতে গোনা কয়েক মিনিট।

 রদ্রিগো: মাঠে নয়, বেঞ্চে হিট!
একসময় রদ্রিগো ছিলেন রিয়ালের ভবিষ্যতের পরিকল্পনার অন্যতম অংশ। কিন্তু সময়ের ব্যবধানে কোচ বদলালেও ভাগ্যের চাকা ঘোরেনি। ক্লাব বিশ্বকাপে ৪ ম্যাচে মাত্র একটিতে প্রথম একাদশে জায়গা পেয়েছেন। আর সর্বশেষ জুভেন্টাসের বিপক্ষে ম্যাচেও দেখা গেছে তাকে সাইডলাইনে বসে থাকতে।
গুঞ্জন ছড়িয়েছে, ক্লাব ছাড়তে পারেন রদ্রিগো। আর্সেনাল ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছে। রিয়ালও নাকি ভালো প্রস্তাব পেলে তাকে ছেড়ে দিতে রাজি।

মিলিতাও: ইঞ্জুরি কাটিয়ে ফিরে, তবুও বেঞ্চেই
দীর্ঘ ইনজুরির পর দলে ফিরেছেন এদার মিলিতাও, তবে প্রত্যাবর্তনের রঙ মলিন। কারণ, রুডিগার ও হুজসেন এখন রিয়ালের নির্ভরতার প্রতীক। রাউল এসেন্সিও আছেন ব্যাকআপ হিসেবে। তাই মিলিতাও এখন দাঁড়িয়ে আছেন এক অনিশ্চয়তার দোলনায়।