এভিয়েশন

যেসব জিনিস সাথে নিয়ে বিমানে চড়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
যেসব জিনিস সাথে নিয়ে বিমানে চড়া যাবে না

শখের বসে কিংবা জরুরি প্রয়োজনে, বিমানে ভ্রমণ করার প্রয়োজন হতে পারে যে কারোর। 

কিন্তু, এমন কিছু জিনিস আছে, যেগুলো সাথে নিয়ে বিমানে উঠা যাবে না। 

এর মাঝে কিছু কিছু জিনিস আবার খুব সাধারণ,  অনেকে ভাবতেও পারেন না, যে এগুলো নিষিদ্ধ হতে পারে। 

যে কোন ধরণের আগ্নেয়াস্ত্র সাথে রাখার ব্যাপারে, বিমানে রয়েছে কড়া নিষেধাজ্ঞা।  

যাত্রীরা মেশিনগান, পিস্তল বা বন্দুকের মতো অস্ত্র, কোনভাবেই নিজের হাত ব্যাগে রাখতে পারবেন না। 

তবে বিশেষ অনুমতি নিয়ে, অস্ত্র বহন করা যেতে পারে। 
সেক্ষেত্রেও, শুধু চেক ইন লাগেজে করে নেয়া যাবে, নিজের হাত ব্যাগে নয়। 

এর কারণ হচ্ছে, চেক ইন লাগেজ থাকে, এয়ারলাইন্সের দায়িত্বে। 
যাত্রীরা বিমানে থাকা অবস্থায়, এটার নাগাল পান না।
গন্তব্যে পৌছার পর সেটি ফেরত দেয় কর্তৃপক্ষ। 



আগ্নেয়াস্ত্র ছাড়া, ধারালো কোন জিনিসও, বিমানে চড়ার সময় সাথে রাখা নিষিদ্ধ।  

ব্লেড, চাকু, এমনকি নেইল কাটারের মতো জিনিসও, নিজের হাত ব্যাগে রাখা যাবে না। 

রশি সাধারণত কোন অস্ত্র নয়। কিন্তু অনেক সময়, এটা বিপদজনক ভাবে ব্যবহার করা যায়। তাই এটিও সাথে রাখা যায় না বিমানে। 

মাছ মাংশ আমরা প্রতিদিন খেয়ে থাকি।
 কিন্তু আপনি হয়তো আশ্চর্য হবেন, বিমানে চড়ার সময়, মাছ মাংস সাথে রাখা যায় না। 

এতেই শেষ নয়, মরিচের গুড়া সাথে নিয়েও বিমানে উঠা যাবে না। 



অনেকের সিগারেট খাওয়ার অভ্যাস আছে। সেজন্য ম্যাচ বাক্স বা লাইটার সাথে রাখেন সব সময়। কিন্তু বিমানে চড়ার সময়,  হাতব্যাগে এসব জিনিস রাখা নিষিদ্ধ।  

স্ক্রু ডাইভার, প্লাস, বাটাল এসব সাধারণত, অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় না।  
কিন্তু বিমান যাত্রায় এসব সাধারণ জিনিসও, হয়ে উঠতে পারে বিপদজনক।

তাই এগুলো বিমানে সাথে রাখা যায় না। এমনকি রান্নাঘরের সাধারণ কাঁটাচামচও, বিমানে চড়ার সময় সাথে রাখা নিষিদ্ধ। 



এরচেয়ে ও অদ্ভুত জিনিস রয়েছে।  পুরুষরা সেভ করার সময়, সেভিং ফোম ব্যবহার করেন।
এই সেভিং ফোম, বিমান ভ্রমনের সময় সাথে রাখা যায় না। 

এমনকি মশা মারার এরোসেলও, বিমানের হাতব্যাগে রাখা নিষিদ্ধ।

যেকোন তরল বস্তু সাথে নিয়ে, বিমানে চড়ার ব্যাপারে কিছু বিধিনিষেধ রয়েছে। 
টয়লেট্রিজ, কসমেটিক্সের মতো তরল জিনিস, সাথে নেয়ার সময়, সেগুলো পরিস্কার সাদা কৌটায় নিয়ে, জিপার সহ কোন কোয়ার্টার ব্যাগে রাখতে হবে। 

সাধারণত একশো মিলিলিটার এর বেশি তরল বস্তু, বিমানে সাথে রাখা যায় না। 

কোন ধরণের স্যুপ জাতীয় খাবার, নিয়ে বিমানে উঠা যাবে না। কারণ, স্যুপ তরল বস্তু এবং তরল বস্তু বিমানে নিষিদ্ধ। 



বিমান এয়ারলাইন্স গুলো, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে নিরাপত্তার ব্যাপারে। 
সেজন্য সব ধরণের দাহ্য পদার্থ  নিয়ে, বিমানে উঠা নিষিদ্ধ। 

আতশবাজি, এসিড নিয়ে বিমানে উঠা যাবে না। এমনকি ব্যাটারি নিয়েও চড়া যাবে না। 


বিভিন্ন ধরণের খেলার সরঞ্জাম, অবৈধ কিছু নয়। কিন্তু বিমানে বিপদজনক হতে পারে, এমন খেলার সরঞ্জামও সাথে রাখা যায় না। 

সেজন্য বেসবল ব্যাট, ধনুক, ডার্ট এর মতো সামগ্রী সাথে নিয়ে বিমানে চড়া যাবে না। 



তবে এসব জিনিসের সবকিছু, বিমানে একদমই নেয়া নিষিদ্ধ নয়। 
বেশিরভাগ জিনিসই, চেক ইন লগেজে করে নেয়া যায়। যেটা গন্তব্যে পৌছার পর, ফেরত দেয় এয়ারলাইন্স। 

কিন্তু  নিজের হাতব্যাগে এসব জিনিস রাখা, সম্পুর্ন নিষিদ্ধ। 
কারণ, বিমানে চড়ার সময়, হাতব্যাগ থাকে যাত্রীর সাথেই।