ক্রিকেট

শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করলো আইসিসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করলো আইসিসি
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা (আইসিসি)। ক্রিকেটীয় কার্যক্রমে সরকারের পদক্ষেপের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করে নিষিদ্ধের এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আজ শুক্রবার (১০ নভেম্বর) আইসিসির এক বোর্ড সভা অনুষ্ঠিত হয়। তাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সংক্রান্ত এক বিবৃতিতে আইিসিসি বলেছে, আইসিসির সদস্য হিসেবে  শ্রীলঙ্কা ক্রিকেট তার প্রতিশ্রুতির গুরুতর লঙ্ঘন করছে। শ্রীলঙ্কা ক্রিকেট স্বায়ত্তশাসিতভাবে তার বিষয়গুলো পরিচালনা করার প্রয়োজনীয়তা এবং শাসন, প্রবিধান ও প্রশাসনে কোনও সরকারি হস্তক্ষেপ না থাকা নিশ্চিত করতে পারেনি।

প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে ভারতের কাছে ৩০২ রানে হারে লঙ্কানরা। এরপর গোটা ক্রিকেট বোর্ডকে সরিয়ে দেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। যদিও তারা দেশটির আদালতে গিয়ে পুনরায় তাদের পদ ফিরিয়ে পান। কিন্তু তাতে থেমে যায়নি এ ঘটনা। এরপর ক্রিকেট বোর্ডকে সরানোর জন্য সংসদে  আইন আনার পথে হাঁটে শ্রীলঙ্কার সরকার। এর প্রেক্ষিতে কড়া সিদ্ধান্তের পথে হাঁটলো আইসিসি।