খেলা

মেসির জাদুতে নিউ ইয়র্ককে উড়িয়ে দিয়ে প্লে-অফ নিশ্চিত ইন্টার মায়ামির

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
মেসির জাদুতে নিউ ইয়র্ককে উড়িয়ে দিয়ে প্লে-অফ নিশ্চিত ইন্টার মায়ামির
নিউ ইয়র্ক এফসির মাঠে মেজর লিগের প্লে-অফ নিশ্চিত করার লড়াইয়ে নামা ইন্টার মায়ামি পেয়েছে বড় জয়। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির নৈপুণ্যে ৪-০ গোলের ব্যবধানেই হার মানতে হলো স্বাগতিকদের।
ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে ৪৩ মিনিটে। মেসির বাড়ানো বল পেয়ে যখন গোলের দিকে ছুটছিলেন রদ্রিগেজ, তখনই এক অনন্য দৃশ্য—শট নেয়ার আগেই দুই হাত উঁচিয়ে উদযাপন শুরু করে দেন মেসি! যেন আগেই বুঝে গিয়েছিলেন, এই সুযোগ রদ্রিগেজ হাতছাড়া করবেন না। শেষ পর্যন্ত গোল হয়েই যায়, মান রাখেন রদ্রিগেজ।
দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসির জাদু। ৭৪ মিনিটে মাঝমাঠ থেকে সার্জিও বুস্কেটসের পাস পান তিনি। দারুণ দক্ষতায় প্রতিপক্ষের বক্সে ঢুকে গোলকিপারের মাথার উপর দিয়ে চিপ শটে জালে পাঠান বল। ক্যারিয়ারের এটি তার ৮৮৩তম গোল।
এরপর ডি পলের ফাউলে পাওয়া পেনাল্টি নিতে পারতেন নিজেই। তবে হ্যাট-ট্রিকের সুযোগ থাকলেও সেটি তুলে দেন সতীর্থ লুইস সুয়ারেজের হাতে, যিনি গত তিন ম্যাচে গোলের দেখা পাননি। আত্মবিশ্বাস ফিরে পেতে গোলটি জরুরিই ছিল উরুগুইয়ান তারকার জন্য। শেষ দিকে, ৮৬ মিনিটে আবারও নিজের নাম লেখান স্কোরশিটে। দুইজন ডিফেন্ডার কাটিয়ে ডান পায়ের শটে দ্বিতীয়বারের মতো জালে বল জড়ান মেসি।
শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। আর এই জয়ের মাধ্যমেই নিশ্চিত হয় তাদের মেজর লিগের প্লে-অফের টিকিট।
মেসি যেন আরও একবার প্রমাণ করে দিলেন—তার কাছে ব্যক্তিগত রেকর্ড নয়, দলের জয়ই সবচেয়ে বড়।