খেলা

ইতিহাস থেকে কি সাকিবকে মুছে ফেলা যাবে?

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
ইতিহাস থেকে কি সাকিবকে মুছে ফেলা যাবে?
বিসিবি-আইসিসির অপচেষ্টা, কিন্তু কোটি ভক্তের হৃদয়ে অমলিন ‘নাম’ সাকিব আল হাসান!

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নাম—সাকিব আল হাসান। কিন্তু আজ সেই সাকিবকেই যেন ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে জাতীয় দল থেকে, পোস্টার-ব্যানার থেকে, এমনকি র‍্যাংকিংয়ের তালিকা থেকেও! প্রশ্ন উঠছে—এটা কি কেবল অবহেলা, নাকি উদ্দেশ্যমূলক অপচেষ্টা?

শেষ ম্যাচ, নীরব বিদায়
সাকিব শেষবার দেশের জার্সিতে মাঠে নামেন ২০২৪ সালের সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। সেই সিরিজটিই হয়ে গেল তার দেশের হয়ে শেষ ম্যাচ। তারপর কেটে গেছে অনেক সিরিজ, অনেক মুহূর্ত, কিন্তু সাকিবকে আর দেখা যায়নি মাঠে—না একাদশে, না সাইড বেঞ্চে।

অথচ তিনি চেয়েছিলেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে দেশের মাটিতে, প্রিয় মিরপুরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচ খেলেই বিদায় নিতে চেয়েছিলেন নিজের মতো করে। কিন্তু ভাগ্য কিংবা অন্য কিছু—ফেরার সুযোগ আর মিলল না। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে হওয়া সিরিজে দেখা গেল আরও বিস্ময়কর চিত্র। সাকিবের নাম লেখা কোনো প্ল্যাকার্ড গ্যালারিতে নিতে দেওয়া হয়নি। কারও মুখে তার নাম লেখা থাকলেও, তা মুছে ফেলতে বলা হয়েছে। যারা গিয়েছেন, তাদের ব্যানার কার্ড গেটেই ফেলে যেতে হয়েছে। যেন ধীরে ধীরে সাকিবকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা! এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার, যিনি টানা এক যুগেরও বেশি সময় ধরে আইসিসির র‍্যাংকিং শীর্ষে ছিলেন—আজ তার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো তালিকায়! নিয়ম অনুযায়ী, কোনো ফরম্যাটে এক বছর না খেললে বাদ পড়া স্বাভাবিক হলেও, সাকিবের টেস্টে সেই সময়টুকুও পূর্ণ হয়নি। তবুও, নাম নেই তার!

সাকিবকে হয়তো সরিয়ে দিচ্ছে বোর্ড আর সংস্থা, কিন্তু ইতিহাস তো থেমে নেই।
২২ গজে তার স্পিনে বিভ্রান্ত হয়েছে বিশ্বের সেরা ব্যাটসম্যানরা, তার ব্যাটে ম্যাচ জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপে একাই দলকে টেনেছেন বহুবার। একের পর এক রেকর্ড গড়েছেন, অলরাউন্ডার হিসেবে বিশ্বের শ্রেষ্ঠদের তালিকায় নাম লিখিয়েছেন। আজ পোস্টারে নেই, প্রচারে নেই, কিন্তু কোটি ভক্তের হৃদয়ে তো রয়েই গেছে সাকিব। তার জয়, তার লড়াই, তার ত্যাগ—সব কিছুই মিশে আছে এই দেশের ক্রিকেট ইতিহাসে।