ব্রাজিলিয়ান সিরি ‘এ’ তে নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তন, সান্তোসের হয়ে করলেন জোড়া গোল, আনচেলত্তি জানালেন সেপ্টেম্বরেই ফিরছেন জাতীয় দলে। নেইমার যেন ঈদের চাঁদ—যার দেখা মেলে কালেভদ্রে! চোটে জর্জরিত ক্যারিয়ার তাকে প্রায়শই রেখেছে মাঠের বাইরে। তবে একবার মাঠে ফিরলে যে এখনও তিনি আগের মতোই জাদুকর, তার প্রমাণ মিলল আবারও। ব্রাজিলিয়ান সিরি ‘এ’ লিগে সান্তোসের হয়ে জুভেন্তুদের বিপক্ষে ফিরেই করলেন জোড়া গোল। শুধু তাই নয়, দিন শেষে আরেকটি বড় সুখবর—ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ঘোষণায় জানা গেল, নেইমার ফিরছেন জাতীয় দলে, আগামী সেপ্টেম্বরেই খেলবেন বিশ্বকাপ বাছাই পর্বে।
নেইমারের জাদুকরী ম্যাচ:
ম্যাচের শুরুতেই ফ্রিকিক থেকে অসাধারণ এক শটে গোলের চেষ্টা করেন নেইমার, যা ফিরিয়ে দেন জুভেন্তুদের গোলরক্ষক কার্নেইরো। তবে সেই মুহূর্তেই বোঝা যাচ্ছিল, আজকের দিনটি তার। ৩৭তম মিনিটে প্রথম গোল করেন তিনি—প্রথম শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে ঠান্ডা মাথায় জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান সুপারস্টার। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ৮০তম মিনিটে নেইমার করেন নিজের দ্বিতীয় গোল। পেনাল্টি থেকে নিখুঁত ফিনিশিং—গোলরক্ষককে একদিকে ফেলে অন্যদিকে বল পাঠিয়ে দেন জালে। এই গোলেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সান্তোস।
এক ম্যাচে দুই সুখবর:
ম্যাচের শেষে ভক্তদের আনন্দ দ্বিগুণ হয়, যখন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ঘোষণা দেন—সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বে আবারও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে।চোটে ভরা দীর্ঘ বিরতির পর এমন এক দিনে ফিরে জোড়া গোল আর জাতীয় দলে ফেরার ঘোষণা—এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে নেইমার ও তার ভক্তদের জন্য?