খেলা

ভিনিসিয়াসের বেতন দাবি ঘিরে উত্তাল রিয়াল! এম্বাপ্পের সমান বেতন না পেলে চুক্তিতে সই নয়?

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
ভিনিসিয়াসের বেতন দাবি ঘিরে উত্তাল রিয়াল! এম্বাপ্পের সমান বেতন না পেলে চুক্তিতে সই নয়?


রিয়াল মাদ্রিদের হয়ে খেলা, ৭ নম্বর জার্সির গায়ে জড়ানো—এ যেন গর্বের এক প্রতীক! তবে এই মুহূর্তে ক্লাবের এক অন্যতম তারকা ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে তৈরি হয়েছে নাটকীয় পরিস্থিতি। ২০ মিলিয়ন ইউরো বার্ষিক বেতন পেয়েও সন্তুষ্ট নন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। বরং তার দাবি—ফরাসি তারকা কিলিয়ান এম্বাপ্পের সমান অর্থ, অর্থাৎ বছরে ৩১ মিলিয়ন ইউরো!


ক্লাবের সঙ্গে ভিনিসিয়াসের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। তবে রিয়াল চাইছে নতুন, দীর্ঘমেয়াদি চুক্তি করে তাকে আরও নির্ভরযোগ্যভাবে দলে ধরে রাখতে। কিন্তু সেই প্রস্তাবে এখনো সাড়া দেননি ভিনি। শোনা যাচ্ছে, সম্প্রতি সৌদি আরবের ক্লাব থেকে পাওয়া বিশাল অঙ্কের প্রস্তাবই তাকে আরও বেশি টাকার প্রতি আগ্রহী করে তুলেছে। সেকারনেই এখন মাদ্রিদের কাছ থেকে চাইছেন মোটা অঙ্ক! রিয়াল মাদ্রিদ তাকে যে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে, সেটিকে ফিরিয়ে দিয়েছেন ভিনিসিয়াস।

 তার একটাই শর্ত—নতুন চুক্তিতে এম্বাপ্পের সমান বেতন দিতে হবে। আর তা না হলে তিনি চুক্তিতে সই করবেন না। এমন দাবির পর ক্লাবের ভেতর ক্ষোভ জমছে। ক্লাব কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট—রিয়ালের বেতন কাঠামো সবার জন্যই নির্দিষ্ট, কেউ একক সিদ্ধান্তে সেটি বদলাতে পারবে না।স্মরণ করিয়ে দিচ্ছে ২০১৮ সালের ঘটনা। সেই বছর রোনালদো মেসির সমান বেতন চেয়েছিলেন, কিন্তু ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ছিলেন অনড়। রোনালদোকে জানিয়ে দেওয়া হয়, ক্লাব সেই দাবি মানবে না। অবশেষে রোনালদোকে ছাড়তেই হয় ক্লাব। তবে কি ভিনিরও একই দশা হবে?