ইন্টার মায়ামির সুপারস্টার লিওনেল মেসি অবশেষে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন। কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়ার পর তিনি ক্লাব এবং জাতীয় দলের বেশ কয়েকটি ম্যাচ মিস করেন। তবে ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্টিনো জানিয়েছেন, মেসি ভালো অবস্থায় আছেন এবং আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে তাকে মাঠে দেখা যাবে।
মেসিকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্টিনো।