আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলছে ফাইনাল। অজিদের বিপক্ষে ঝড়ো শুরুর পর উইকেট হারিয়ে চাপে পড়া শুরু কোহলিদের। ম্যাচের ভারতে ইনিংসের তখন ১৪তম ওভার। এমন মুহূর্তে সবার চোখ চলে যায় এক দর্শকের দিকে।
নিরাপত্তা বেষ্টনী ভেঙে এক দর্শক ঢুকে পড়েন মাঠে। আর ছুটে যান বিরাট কোহলির দিকে। প্রথমে মনে হচ্ছিল কোহলির জন্যই বুঝি তার মাঠে আসা। কিন্তু ক্যামেরার নজর তার দিকে পড়তেই বোঝা গেলো শুধু কোহলির জন্য মাঠে আসেননি তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিবাদ জানাতে তার এভাবে অনুপ্রবেশ।
মাঠে প্রবেশ করা ওই দর্শকের টি-শার্টের সামনে লেখা ছিল, ‘ফিলিস্তিনে বোমাবর্ষণ বন্ধ করুন’। সঙ্গে ছিল ফিলিস্তিনের একটি পতাকাও। তার মুখে ছিল মাস্ক। আর সেটিও ফিলিস্তিনি পতাকার ডিজাইনে করা।
মাঠে ঢুকে পড়া ওই দর্শক চলে এসেছিলেন পিচ পর্যন্ত। সে সময় কোহলিকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। কিন্তু ৩ উইকেট হারিয়ে চাপে পড়া অবস্থায় কোহলি ওই ভক্তর কাছ থেকে নিজেকে মুহূর্তেই ছাড়িয়ে নেন। এরপর নিরপত্তকর্মীরা এসে তাকে মাঠের বাইরে নিয়ে যান।
এ ঘটনায় কয়েক সেকেন্ডের মতো খেলা বন্ধ ছিল। কিন্তু বিশ্বকাপের ফাইনাল ঘিরে আহমেদাবাদ স্টেডিয়ামের কড়া নিরাপত্তা বেষ্টনি টপকে কীভাবে মাঠে প্রবেশ করেন ওই দর্শক, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মাঠে ঢুকে পড়া ওই দর্শককে আহমেদাবাদের চন্দখেদা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ সময় গণমাধ্যমকে ওই সমর্থক নিজের পরিচয় ও মাঠে ঢুকে পড়ার বিষয়ে জানিয়েছেন, তার নাম জন। তিনি অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছেন। মূলত বিরাট কোহলির সঙ্গে দেখা করতেই মাঠে ঢুকে পড়েছিলেন। এছাড়া তিনি ফিলিস্তিনি সমর্থক বলেও জানান।