খেলা

জাহানারার অভিযোগের প্রভাবমুক্ত তদন্ত চান মাশরাফি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
জাহানারার অভিযোগের প্রভাবমুক্ত তদন্ত চান মাশরাফি
বাংলাদেশ নারী ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ। এ বিষয়ে প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

 শুক্রবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে মাশরাফি লেখেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।’

তিনি আরও লেখেন, ‘আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’

এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন।

জাহানারা দাবি করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। তিনি বলেন, ‘উনি আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলেছিলেন, “তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে জানাস, তখন ডাকব।

তিনি অভিযোগ করেন, বিসিবির কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে জানিয়েছি। এক–দু’দিন ঠিক থাকত, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেত।’

বিসিবির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।