বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যাক এলিস্টারকে নিয়ে ট্রান্সফার মার্কেটে কাড়াকাড়ি।
এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে ভীড়াতে চায় লিভারপুল,চেলসি এবং ইপিএলের শীর্ষে থাকা আর্সেনাল।লিভারপুল প্রায় ৮৭০ কোটি টাকার চওড়া মুল্য দিতেও রাজি , ম্যাক এলিস্টারের জন্য।
বিশ্বকাপে তার দুর্দান্ত পারফর্মেন্স, তার ক্যারিয়ার বদলে দিয়েছে।
ক্লাব ফুটবলেও তার পারফর্মেন্স নৈপুন্য অব্যাহত। অথচ বিশ্বকাপের আগে তাকে কজনই বা চিনত।
শুধু ম্যাক এলিস্টারেই নয়, বিশ্বকাপের পর আর্জেন্টাইন প্লেয়ারদেরকে নিয়ে কাড়াকাড়ি জনপ্রিয় ক্লাবগুলোতে,
এনজোকে চেলসি কিনে নিয়েছে প্রায় ১৪০০ কোটি টাকা দিয়ে,
ম্যান ইউতে জুলিয়ান আলভারেজকে রাখার জণ্য তাকে দ্বিগুন বেতন অফার করছে ক্লাবটি।
ম্যাক এলিস্টারকে কিনতে লিভারপুলের আগ্রহটাই সবচেয়ে বেশি, লিভারপুলের অবস্থা মোটেও ভাল যাচ্ছেনা ইদানীং।
তাদের পারফর্মেন্স যেকোন সময়ের চেয়ে সবচেয়ে বেশি তলানিতে।ইংলিশ প্রিমিয়ার লীগের দুর্বল দলগুলোর বিপক্ষে হেরে যাচ্ছে লজ্জাজনকভাবে।চ্যাম্পিয়নস লীগ থেকেও বাজে ভাবে হেরে বাদ পড়েছে তারা।
গত কয়েক সিজন ধরে দুর্দান্ত খেলতে থাকা লিভারপুলের এই সিজনে সবচেয়ে বেশি দুর্বলতা, মিডফিল্ডে।
গতিময় ইংলিশ প্রীমিয়ার লীগের সাথে অনেকটাই খেইহারা সালাহদের মিডফিল্ডাররা।
আর তাইতো মাঝমাঠটাকে আরো শক্তিশালী করতে এখন থেকেই প্লান সাজাচ্ছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
সেই পরিকল্পনায় এখন ম্যাক এলিস্টারের মতো মিডফিল্ডে কার্যকরী কাউকেই খুজছেন তিনি।
আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে মোটা অংকের অর্থমুল্য দিতেও প্রস্তুত দ্য রেডসরা।
২৪ বছরের জয়ী এই আর্জেন্টাইন প্লেয়ারের খেলায় মুগ্ধ হয়ে তার জন্য ৬৬ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে প্রস্তুত লিভারপুল। যা বাংলাদেশি মুদ্রায় ৮৭০ কোটি টাকা।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে ধুকতে থাকা চেলসিরও নজর এই আর্জেন্টাইনের উপর।
এর আগে চেলসি বিশ্বকাপের সেরা উদীয়মান প্লেয়ার এনজোকে দলে ভীড়িয়েছে প্রায় ১৪০০ কোটি টাকা দিয়ে, যা ইংলিশ প্রিমিয়ার লীগের সর্বোচ্চ মুল্য।
খুব অল্প দিনেই চেলসির উত্থানে দারুন পারফর্মেন্স দেখাচ্ছেন এনজো।
চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি, ২২বছর বয়সি এই আর্জেণ্টাইন দলে আসার পরেই।
সেই ধারাবাহিকতায়, দেশের পর ক্লাবেও সতীর্থ হিসেবে পাতে পারেন এনজো, ম্যাক এলিস্টারকে।
আর্জেন্টাইন এই তরুন, যেমন পারেন মিডফিল্ড থেকে দারুনভাবে পাস দিয়ে গোলের সুযোগ করে দিতে, তেমনি গোলও করতে পারেন দারুনভাবে।
যেটা তিনি দেখিয়েছেন বিশ্বকাপে মেসি-ডি মারিয়াদের জন্য বুদ্ধিদিপ্ত সব গোলের সুযোগ তৈরী করে দিয়ে।
আবার তার ক্লাব ব্রাইটনেও এখন তাকে দেখা যাচ্ছে, এসিস্টের পাশাপাশি গোলও করতে।
এরই মাঝে আর্জেন্টাইন এই মিডফিল্ডার ম্যাক এলিস্টারের বাবা কার্লোসের সাথে যোগাযোগ করছেন চেলসি। ম্যাকের বাবাই তার ক্লাব এজেন্ট।
অবশ্য ম্যাক এলিস্টারকে চেলসি-লিভারপুলের এমন কাড়াকাড়িতে তার ক্লাব ব্রাইটনও এখন তাকে ছাড়তে রাজি নয়
আর তাইতো তার ভিত্তি মুল্য বাড়িয়ে এখন ৭৫ মিলিয়ন ইউরো করা হয়েছে। যদি কোন দল তাকে কিনতে চায় তাহলে, আগে এই চওড়া মুল্য পুরোটাই পরিশোধ করতে হবে।
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ২৪ বছরের এই আর্জেন্টাইনের দুর্দান্ত পারফর্মেন্স ছিল উল্লেখযোগ্য।
মিডফিল্ডে লো সেলসোর শুন্যতা ভালোভাবেই পুরন করেছেন তিনি।
প্রতি ম্যাচেই দিয়েছেন আস্থার প্রতিদান, বিশেষ করে ফাইনালে ডি মারিয়াকে দেয়া পাসটি নজর কেড়েছে পুরো বিশ্বের।
অথচ বিশ্বকাপের আগে তাকে কজনই বা চিনতো, ওয়ার্ল্ড কাপে অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে সবার নজরে এসেছেন তিনি।
তার অবিস্মরণীয় পারফর্মেন্সে ট্রান্সফার মার্কেটেও তার মুল্য বেড়েছে। বিশ্বকাপের আগে তার মুল্য ছিল, মাত্র ৩০ মিলিয়ন এখন সেটা গিয়ে দাড়িয়েছে ৪২ মিলিয়নে।