হেডলাইনটা দেখে হয়ত অবাক হতেই পারেন—কেন লাতিন আমেরিকার প্রায় সব দলের কোচ আর্জেন্টিনা থেকে? আসলে পরিসংখ্যানই এ কথা বলছে। আসন্ন আমেরিকা বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে ৬টি দল ইতিমধ্যেই বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে। এর মধ্যে ৫টি দলের কোচই আর্জেন্টাইন। শুধু ব্রাজিল ছাড়া বাকি সবাই “আলবিসেলেস্তে” কোচ নিয়ে মাঠে নামবে। মজার বিষয়, ব্রাজিল নিজ দেশের কোচ কখনও আনেনি, এবার তারা বিদেশ থেকে কোচ এনেছে—ইতালিয়ান কার্লো আনচেলত্তি।
এখন পর্যন্ত নিশ্চিত হওয়া লাতিন আমেরিকার দলগুলো হলো: ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া ও প্যারাগুয়ে। আর তাদের কোচরা একে একে ফুটবল ইতিহাসে নিজেদের ছাপ রেখেছেন।
আর্জেন্টিনা: লিওনেল স্কালোনি, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে জয়ী কোচ, নিজ দেশের দায়িত্বে আছেন এবং দলের কৌশল ও তরুণ খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
উরুগুয়ে: দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচ মার্সেলো বিয়েসলা, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আর্জেন্টিনার কৌশল প্রয়োগ করছেন।
ইকুয়েডর: কোচ সেবাস্তিয়ান বেক্কা, আর্জেন্টাইন কৌশলগত মাস্টারমাইন্ড, দলকে বিশ্বকাপের টিকিট এনে দিয়েছেন এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও স্থিতিশীলতা দিয়েছেন।
কলম্বিয়া: গত বিশ্বকাপ মিস করলেও এবার টিকেট নিশ্চিত, দায়িত্বে আছেন আর্জেন্টাইন নেস্তর লরেঞ্জ, যিনি দলকে নতুন দিশা দেখিয়েছেন।
প্যারাগুয়ে: ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে পৌঁছাচ্ছে দেশটি, তাদের দায়িত্বে আছেন আর্জেন্টাইন গুস্তাভো আলফারো, যার কৌশল দেশটিকে বদলে দিয়েছে।
এছাড়া যদি প্লে অফ পার করে ভেনেজুয়েলা বিশ্বকাপে যায়, তবে তাদের কোচ ফার্নান্দো বাতিস্তা—একইভাবে আর্জেন্টাইন। অর্থাৎ লাতিন আমেরিকার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রভাব এতটাই বিস্তৃত যে, ৬টি দলের মধ্যে ৫ জন কোচই আর্জেন্টাইন এবং সম্ভাব্য ৬ জনও হতে পারে। লাতিন আমেরিকার ফুটবল মানেই আর্জেন্টিনার জয়জয়কার!