জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৩ বছরের কারাদণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এই শুনানি গ্রহণ করেন এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী সোমবার, ২৬ মে।
আদালতে জুবাইদা রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। তিনি বলেন, “মামলার কোথাও উল্লেখ নেই যে ডা. জুবাইদা রহমান অসাধু উপায়ে সম্পদ অর্জন করেছেন।”
এর আগে, গত ১৪ মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিলটি শুনানির জন্য গ্রহণ করে তাকে জামিন দেন এবং বিচারিক আদালতের দেয়া অর্থদণ্ডও স্থগিত করেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদক রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, তারেক রহমান ও জুবাইদা রহমান জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন। মামলাটির তদন্ত শেষে ২০২৩ সালের ২ আগস্ট বিচারিক আদালত তারেক রহমানকে ৯ বছর এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে অর্থদণ্ডও আরোপ করা হয়।