জাতীয়

ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়, সাক্ষাৎ হতে পারে শেখ হাসিনার সঙ্গে

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

রবিবার, ১৮ মে, ২০২৫
ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়, সাক্ষাৎ হতে পারে শেখ হাসিনার সঙ্গে
সজীব ওয়াজেদ জয় শিগগিরই ভারত সফরে যাচ্ছেন এবং এই সফরে তিনি তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, শেখ হাসিনার দেশত্যাগের পর এটিই হবে মা-ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। জয় তাঁর সফরে নয়াদিল্লির পাশাপাশি কলকাতাও যেতে পারেন বলে জানা গেছে।
সূত্র অনুযায়ী, সম্প্রতি জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং বাংলাদেশের পাসপোর্ট বাতিল হওয়ার পর তিনি নতুন মার্কিন পাসপোর্টের জন্য আবেদন করেছেন।
এই সফরটি এমন সময় হচ্ছে, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। গত ১২ মে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে দেয়, ফলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পথ কার্যত বন্ধ হয়ে যায়। এর আগে, ১০ মে সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সব অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, দলের বিরুদ্ধে চলমান বিশেষ সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে মামলার রায় না হওয়া পর্যন্ত সকল প্রচার-প্রচারণা, মিছিল-মিটিং, গণমাধ্যমে উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, শেখ হাসিনা গত ৫ আগস্ট ২০২৪ তারিখে দেশ ত্যাগ করে ভারতে চলে যান। তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ রক্ষা করলেও, সরাসরি কারও সঙ্গে সাক্ষাৎ করেননি।