পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিসিটিভির মাধ্যমে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। নিহত সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ভাঙারি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এই নির্মম হত্যাকাণ্ডে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ৫ অভিযুক্তকে আজীবন বহিষ্কার করেছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর আওতায় বিচারাধীন হবে বলে নিশ্চিত করা হয়েছে।