নির্বাচনের পূর্ব পর্যন্ত দেশব্যাপী অভিযান পরিচালিত হবে বলে অবহিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আমাদের বহু অস্ত্র অনুপস্থিত রয়েছে, সেগুলোর পুনরুদ্ধার অপরিহার্য। সুতরাং নির্বাচনের আগপর্যন্ত এ অভিযান অক্ষুণ্ণ থাকবে।” আজ সোমবার দুপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
৫ আগস্টকে কেন্দ্র করে জনমনে যে ভীতির সঞ্চার হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, “৩ আগস্টকেও কেন্দ্র করে উৎকণ্ঠা ছিল, কিন্তু পরম করুণাময়ের কৃপায় কোনো অস্বাভাবিকতা ঘটেনি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান ছিল, তার তুলনায় এখন অনেক উন্নত অবস্থানে পৌঁছেছি।
”৫ আগস্টকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সতর্কতা সর্বদা অবলম্বন করা হয়, আমরাও সর্বান্তঃকরণে সতর্ক রয়েছি।”তিনি আরও বলেন, “যদিও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, তথাপি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তবে বাস্তবিক উন্নতি হয়েছে কিনা, সে বিষয়ে আপনারাই (সাংবাদিকরা) বস্তুনিষ্ঠ মূল্যায়ন দিতে সক্ষম।”এই বিবৃতিতে প্রতীয়মান যে, সরকার নির্বাচনের প্রাক্কালে জননিরাপত্তা রক্ষার্থে সর্বাত্মক প্রস্তুতি ও তৎপরতা বজায় রাখছে।