জাতীয়

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে যান তিনি। তার সঙ্গে ছিলেন কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া।
বিমানবন্দর থেকে তারা স্পিডবোটে মহেশখালী পৌঁছে কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি নির্মিত হোপ হাসপাতাল পরিদর্শন করেন। বেলা ১১টায় তারা হাসপাতাল ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতেও যোগ দেন পিটার হাস।
তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের BS-158 ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত আগস্টে এনসিপির কয়েকজন শীর্ষ নেতা কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও সে সময় ওয়াশিংটন থেকে এ খবর অস্বীকার করা হয়েছিল। তবে এবার জল্পনার অবসান ঘটিয়ে সত্যিই কক্সবাজার সফর করছেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।