জাতীয়

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: আইএসপিআর

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: আইএসপিআর
 বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৮ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি পরিষ্কার করা হয়।
পোস্টে উল্লেখ করা হয়, এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতেই বিষয়টি জানানো হয়েছিল। তারপরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। এটি নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।
সেনাবাহিনী আশা প্রকাশ করে জানায়, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য ডাকসু ও অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন হয় এবং এটি যেন ভবিষ্যতের জাতীয় নির্বাচনের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায়।
প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি সেনাবাহিনী আন্তরিক শুভকামনা জানিয়েছে।