বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ ইহজগত ত্যাগ করেছেন। আজ সোমবার চট্টগ্রামের অভিজাত চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে—রাত্রিকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু ঘটে।
ক্লাব সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে, গতকাল রাত্রি তিনি ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষে একাকী অবস্থান করছিলেন। আজ প্রভাত থেকে দীর্ঘ সময় যাবৎ কক্ষ থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় কর্মচারীদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়। পরবর্তীতে দুপুর ১২টার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে তাঁকে অচেতন অবস্থায় আবিষ্কৃত করা হয়।
চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন সংবাদমাধ্যমকে অবহিত করেন যে, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা অনুযায়ী, রাত্রিকালেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামের একটি চিকিৎসক দল ক্লাবে উপস্থিত হয়ে তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। চিকিৎসকদের মতে, এটি একটি স্বাভাবিক মৃত্যু।
উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ ১৯৪৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় তাঁর শৈশব ও বাল্যকাল অতিবাহিত হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি “বীর প্রতীক” খেতাবে ভূষিত হন।