জাতীয়

আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শনিবার, ২ আগস্ট, ২০২৫
আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না। শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। যে বাহিনীর যেই জড়িত থাকবে, কাউকেই ছাড় দেওয়া হবে না এবং সবাইকে আইনের আওতায় আনা হবে।

পাঁচ আগস্ট ঘিরে কোনো শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সত্য ঘটনা প্রকাশ করেন। সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে এবং বিদেশি মিডিয়াগুলোর প্রভাব কমে আসছে।