বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন অবশেষে সফলতার মুখ দেখল। টানা আট দিন ধরে চলা আন্দোলনের পর সরকার ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আজিজী এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী এ ঘোষণা দেন।
তিনি বলেন, “আমাদের বড় দাবি পূরণ হয়েছে—এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন হাতে নিয়ে আমরা ঘরে ফিরছি। বুধবার থেকে আমরা শ্রেণিকক্ষে ফিরবো।” তিনি আরও জানান, আন্দোলনের সময় যেসব দিন শ্রেণিকক্ষে যাওয়া সম্ভব হয়নি, সেই আট দিন বার্ষিক পরীক্ষার আগে শনিবার খোলা রেখে পুষিয়ে দেওয়া হবে।
সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই প্রজ্ঞাপন জারি হয়েছে জানিয়ে আজিজী বলেন, “সরকারও আমাদের দাবির প্রতি ইতিবাচক ছিল। আমরা কিছু ছাড় দিয়েছি, তারাও কিছু ছাড় দিয়েছেন। আমাদের বড় দাবিটা ছিল বাড়িভাড়া—আলহামদুলিল্লাহ, সেটা পূরণ হয়েছে।”
অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ৭.৫ শতাংশ এবং ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে। অর্থাৎ দুই ধাপে মোট ১৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি পাবে। এর সঙ্গে ন্যূনতম দুই হাজার টাকার নিশ্চয়তাও যুক্ত করা হয়েছে।
আজিজী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দল এবং শিক্ষক সমাজের সকল অংশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাদের এই আন্দোলনে পাশে ছিলেন।”
এই প্রজ্ঞাপনকে শিক্ষক সমাজ তাদের ন্যায্য অধিকার আদায়ের এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন। এখন থেকে শিক্ষকরা নব উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষার মান উন্নয়নে নতুন অঙ্গীকার নিয়ে।