জাতীয়

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে  বাসায় ফিরলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন। বুধবার দিবাগত রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে।

 পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ২টা ৫২ মিনিটে তিনি গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে ফিরে আসেন।বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বলা হয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই তাকে বাসায় ফিরিয়ে আনা হয়।উল্লেখযোগ্য যে, খালেদা জিয়া বহুদিন ধরেই নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।

 এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে। সর্বশেষ তিনি লন্ডনে চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে আসেন এবং বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।