নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েদিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরও জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁরাও এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ভোট দিতে পারবেন।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে তিনি “নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়” শীর্ষক কর্মশালায় যোগ দিতে পটুয়াখালী আসেন। আগামীকাল শনিবার সকাল সাড়ে ৯টায় কুয়াকাটা সিওডিইসি ট্রেনিং সেন্টারে আয়োজিত কর্মশালায় তিনি অংশ নেবেন।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন,
“আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতি হিসেবে আমরা সারা দেশের প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছি। বর্তমানে দেশে কিছুটা অস্থির পরিস্থিতি থাকলেও আমরা আশাবাদী—সবকিছু কাটিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন,
“ভোটার তালিকা হালনাগাদ কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভোটকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। আসনবিন্যাস, সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সংলাপও শেষ হয়েছে। আশা করছি, আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
গণভোট প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন,
“বিষয়টি এখনো আমাদের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সে তথ্যও আমাদের কাছে পৌঁছায়নি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে দেশের মানুষ তা অবশ্যই জানতে পারবে।”
নির্বাচনের তফসিল সম্পর্কে তিনি জানান,
“ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা করা হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পূর্ণ রাজনৈতিক বিষয়, তাই সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে এখন পর্যন্ত বড় কোনো চ্যালেঞ্জ দেখছি না। যা কিছু আছে, তা মোকাবিলা করতে পারব।”
এ সময় পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. অহিদুজ্জামান মুন্সিসহ জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকার শেষে নির্বাচন কমিশনার কুয়াকাটার উদ্দেশে রওনা হন।