জাতীয়

ফেসবুকে বিনিয়োগের ফাঁদে শতাধিক বাংলাদেশি, গ্রেপ্তার ২ নাইজেরিয়ানসহ ৩

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
ফেসবুকে বিনিয়োগের ফাঁদে শতাধিক বাংলাদেশি, গ্রেপ্তার ২ নাইজেরিয়ানসহ ৩
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাভজনক বিনিয়োগের লোভ দেখিয়ে শতাধিক বাংলাদেশিকে প্রতারণার ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে একটি চক্র। এ ঘটনায় রাজধানীর বসুন্ধরা ও পল্লবী এলাকায় অভিযান চালিয়ে দুই নাইজেরিয়ান নাগরিক ফ্রাঙ্ক কোকো ও ইমানুয়েল এবং বাংলাদেশি নারী মোসা. সুইটি আক্তারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।
র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম জানান, তারা ফেসবুকে ধনী বিদেশি পরিচয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করতো। পরে ‘বিনিয়োগ’, ‘উপহার’, ‘কার্গোতে ডলার’ কিংবা ‘দামি পণ্য পাঠানোর’ নামে আস্থা অর্জন করে। এরপর ‘কাস্টমস ক্লিয়ারেন্স ফি’, ‘ট্যাক্স’, ‘বিমানবন্দর খরচ’ ইত্যাদি নানা অজুহাতে প্রথমে অল্প, পরে বড় অঙ্কের অর্থ আদায় করতো।
গ্রেপ্তারদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ৪টি আইফোন, ৩টি স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল, ১টি ট্যাব ও একটি হার্ড ড্রাইভ জব্দ করেছে র‍্যাব। জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে।
চক্রটি ফটোশপে তৈরি নকল কাগজপত্র, ভুয়া বিদেশি নম্বর ও অনলাইন ওয়েবসাইট ব্যবহার করে ভিকটিমদের বিভ্রান্ত করত। বিশ্বাসযোগ্যতা বাড়াতে তারা বাংলাদেশি নারীদের 'মিডিয়া' হিসেবে ব্যবহার করতো, যারা ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতো এবং তাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং বা নগদে অর্থ আদায় করতো।
র‍্যাব জানিয়েছে, এ প্রতারণা চক্র তথ্যপ্রযুক্তিতে অত্যন্ত দক্ষ এবং বর্তমানে সারা দেশে এ ধরনের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।