দুর্নীতিবিরোধী পদক্ষেপের জন্য আলোচিত দুদকের সাবেক কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে তার পূর্বের চাকরিতে ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চাকরিচ্যুতির পর থেকে সব ধরনের বকেয়া বেতন ও সুবিধা ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৯ জুলাই) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর শরীফ উদ্দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "আমি ন্যায়বিচার পেয়েছি।"
তিনি ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি ‘জনস্বার্থে’ চাকরিচ্যুত হন। তৎকালীন দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো এবং তিনি ৯০ দিনের বেতন পাবেন।
তবে শরীফ উদ্দিনের দাবি, চট্টগ্রামে দুর্নীতির বড় কিছু মামলার তদন্ত করায় তিনি বিভিন্ন মহলের চাপে পড়েন এবং প্রতিহিংসার শিকার হন। তিনি চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালীন কর্ণফুলী গ্যাসসহ একাধিক বিতর্কিত প্রকল্পে দুর্নীতি তদন্ত করেছিলেন।
সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে ২০২৩ সালের ৩০ জানুয়ারি, যখন তিনি পরিবারসহ হত্যার হুমকি পান। তিনি সিসিটিভি ফুটেজসহ খুলশী থানায় জিডিও করেন।