জাতীয়

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে সান্ত্বনা জানাতে বাসায় গেলেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

রবিবার, ৬ জুলাই, ২০২৫
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে সান্ত্বনা জানাতে বাসায় গেলেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকাল ১০টা ৪০ মিনিটে সাংবাদিক মাহমুদুর রহমানের বাসায় গিয়ে তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন ও সান্ত্বনা জানান। মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম (৮৭) রোববার ভোর সোয়া ৫টায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে জুরাইন কবরস্থানে তার স্বামীর কবরের পাশে দাফন করা হবে।
অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান। তার দীর্ঘ শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা বিষয়ের অধ্যাপিকা হিসেবে দায়িত্ব পালন করেন।
মরহুমার মৃত্যুতে পরিবার, শুভানুধ্যায়ী এবং সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।