জাতীয়

ভারতের ‘পুশ ইন’ উসকানিমূলক নয় বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শনিবার, ১৭ মে, ২০২৫
ভারতের ‘পুশ ইন’ উসকানিমূলক নয় বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারতের ‘পুশ ইন’ কার্যক্রম তাকে উসকানিমূলক মনে হয়নি। শনিবার (১৭ মে) সাতক্ষীরার শ্যামনগরে বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “এর আগেও ভারত এই ধরনের কার্যক্রম পরিচালনা করেছে, যখন আমি বিজিবির ডিজি ছিলাম। তবে আমরা চাই, এখন যারা বাংলাদেশি হিসেবে ধরা পড়েছেন, তাদের যেন কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয়।”
ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং ভারত সরকারকে চিঠিও পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেন যে, এই ধরনের ‘পুশ ইন’ অপারেশনের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসীদের অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হতে পারে। তবে তিনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের গুজরাটে একটি বাঙালি বস্তি উচ্ছেদের পর থেকে সীমান্তে ‘পুশ ইন’ কার্যক্রম বেড়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।