জাতীয়

নির্বাচনের নতুন মানদণ্ড তৈরি করতে হবে— প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
নির্বাচনের নতুন মানদণ্ড তৈরি করতে হবে— প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
বিগত সময়ের নির্বাচন নিয়ে বিভিন্ন সমালোচনার কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের সেই অবস্থা থেকে বের হয়ে এবার নির্বাচন ব্যবস্থায় একটি নতুন মানদণ্ড তৈরি করতে হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, অতীতের নির্বাচনগুলো আমরা সবাই দেখেছি। কেউ বলে প্রহসন, কেউ বলে প্রতারণা ও তামাশা। সেখান থেকে বেরিয়ে আমাদের আরও উচ্চ মানের একটি নির্বাচন প্রদর্শন করতে হবে।

তিনি মনে করেন, এ পরিবর্তন বাস্তবায়নে পুলিশেরই সবচেয়ে বড় দায়িত্ব। আসন্ন নির্বাচনকে তিনি ঐতিহাসিক দায়িত্ব হিসেবে তুলে ধরে জেলা পুলিশ সুপারদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

তার ভাষায়, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের অর্জনই এ নির্বাচন। সেই স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে নেবে এই ভোট।

সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে। একই দিনে রাষ্ট্র সংস্কারের গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি জোরদার করেছে এবং চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা জানিয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, গণভোটের মাধ্যমে আমরা একটি নতুন ভিত্তি অর্জন করবো, যা আগামী শতবর্ষ ধরে জাতিকে এগিয়ে নিয়ে যাবে।

বিদেশ থেকে পর্যবেক্ষক ও প্রতিনিধিদল আসার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচন যেন সারা বিশ্বে একটি দৃষ্টান্ত হয়ে ওঠে সে লক্ষ্যেই পুলিশকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সব নির্দেশ তো কাগজে লেখা থাকে না। দায়িত্ব পালনের সময় আপনাদের নিজস্ব ভাবনা দিয়ে কাজকে আরও সুন্দর করে তুলতে হবে।

জেলা ও বিভাগীয় পর্যায়ে সদস্যদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে কাজের মান ও আনন্দ বাড়ানো যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে পুরস্কারের ব্যবস্থার পরামর্শও দেন প্রধান উপদেষ্টা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেনস্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বকস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।